শোক প্রকাশে জাহিলী প্রথা বর্জনীয় | সহীহ বুখারী ১২৯৪ | Sahih-Al-Bukhari 1294
হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ১২৯৪
বিষয় | শোক প্রকাশে জাহিলী প্রথা বর্জনীয় |
হাদিস গ্রন্থ | সহীহ বুখারী |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | He who tears off his clothes (when afflicted with a calamity) is not from us |
হাদিস নম্বর | ১২৯৪ |
সহীহ বুখারী ১২৯৪ নম্বর হাদিসের বিস্তারিতঃ ‘আবদুল্লাহ্ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যারা (মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশে) গন্ডে চপেটাঘাত করে, জামার বক্ষ ছিন্ন করে এবং জাহিলী যুগের মত চিৎকার দেয়, তারা আমাদের দলভুক্ত নয়।Narrated `Abdullah:
the Prophet (ﷺ) said, "He who slaps his cheeks, tears his clothes and follows the ways and traditions of the Days of Ignorance is not one of us."
রেফারেন্স | সহীহ বুখারী ১২৯৪
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)