আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয় | সূরা আর-রাদ ১৩:২৮ | Surah Ar-Rad 13:28
আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আর-রাদ ১৩:২৮
| বিষয় | আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয় | 
| সূরার নাম ও নম্বর | সূরা আর-রাদ (১৩) | 
| সূরার ধরণ | মাদানী সূরা | 
| আয়াত নম্বর | ২৮ | 
| রুকু সংখ্যা | ৬ টি | 
| পারা বিস্তৃতি | ১৩ | 
| মোট আয়াত সংখ্যা | ৪৩ টি | 
ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ ٱللَّهِ ۗ أَلَا بِذِكْرِ ٱللَّهِ تَطْمَئِنُّ ٱلْقُلُوبُযারা বিশ্বাস করেছে এবং আল্লাহর স্মরণে যাদের হৃদয় প্রশান্ত হয়। জেনে রাখ, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। [1]Those who have believed and whose hearts are assured by the remembrance of Allah. Unquestionably, by the remembrance of Allah hearts are assured."
সূরা আর-রাদ এর ২৮ নম্বর আয়াতের বিস্তারিত
[1] আল্লাহর স্মরণ বা যিকরের অর্থ তাঁর তওহীদের (একত্ববাদের) বর্ণনা, যার দ্বারা মুশরিকদের অন্তর সঙ্কুচিত হয়ে যায়। অথবা যিকর অর্থঃ তাঁর ইবাদত, কুরআন তিলাঅত, নফল ইবাদত এবং দু‘আ ও মুনাজাত; যা ঈমানদারদের মনের খোরাক। অথবা তাঁর আদেশ-নির্দেশ পালন করা; যা ব্যতিরেকে ঈমানদার ও পরহেযগারগণ অস্থির থাকেন। ~ তাফসীরে আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আর-রাদ ১৩:২৮
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)
  


