দুনিয়া ও আখিরাতে কল্যাণ চাওয়ার দোয়া | সহীহ মুসলিম ২৭২১ | Sahih-Muslim 2721

দুনিয়া ও আখিরাতে কল্যাণ চাওয়ার দোয়া | সহীহ মুসলিম ২৭২১ | Sahih-Muslim 2721

হাদিসটি সম্পর্কে | সহীহ মুসলিম ২৭২১

বিষয় দুনিয়া ও আখিরাতে কল্যাণ চাওয়ার দোয়া
হাদিস গ্রন্থ সহীহ মুসলিম (আন্তর্জাতিক)
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ১৮. কৃত ‘আমল ও না করা আমলের খারাবী থেকে আশ্রয় প্রার্থনা করা
হাদিস নম্বর ২৭২১
বর্ণনাকারী আবদুল্লাহ‌ ইব্‌ন মাসউদ (রাঃ)
সহীহ মুসলিম ২৭২১ নম্বর হাদিসের বিস্তারিতঃ মুহাম্মাদ ইবনুল মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ..... আবদুল্লাহ (রাযিঃ) এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি এ বলে দুআ করতেন, “আল্ল-হুম্মা ইন্নী আস্আলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল “আফা-ফা ওয়াল গিনা” অর্থাৎ- "হে আল্লাহ! আমি আপনার নিকট পথনির্দেশ, আল্লাহভীতি, চারিত্রিক উৎকর্ষতা ও সচ্ছলতার জন্য দুআ করছি।"

Abdullah reported that Allah's Messenger (ﷺ) used to supplicate (in these words): " O Allah. I beg of Thee the right guidance, safeguard against evils, chastity and freedom from want."

রেফারেন্স | সহীহ মুসলিম ২৭২১

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)