হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিয়েছে? | সূরা আল-ইনফিতার ৮২:৬ | Surah Al-Infitar 82:06

হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিয়েছে? | সূরা আল-ইনফিতার ৮২:৬ | Surah Al-Infitar 82:06

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আল-ইনফিতার ৮২:৬

বিষয় হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিয়েছে?
সূরার নাম ও নম্বর সূরা আল-ইনফিতার (৮২)
সূরার ধরণ মাক্কী সূরা
আয়াত নম্বর
রুকু সংখ্যা ০১ টি
পারা বিস্তৃতি ৩০
মোট আয়াত সংখ্যা ১৯ টি
یٰۤاَیُّهَا الۡاِنۡسَانُ مَا غَرَّکَ بِرَبِّکَ الۡکَرِیۡمِ
হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে?
O mankind, what has deceived you concerning your Lord, the Generous,

সূরা আল-ইনফিতার এর ৬ নম্বর আয়াতের বিস্তারিত

অর্থাৎ, কোন্ বস্তু তোমাকে ধোঁকা ও প্রতারণায় ফেলে রেখেছে? যার কারণে তুমি সেই প্রভুকে অস্বীকার করেছ; যিনি তোমার প্রতি অনুগ্রহ করেছেন এবং তোমাকে অস্তিত্ব প্রদান করেছেন, তোমাকে জ্ঞান ও সমঝ-বোঝ দান করেছেন, জীবন-যাপন করার জন্য নানান উপকরণ দিয়েছেন। ~ তাফসীরে আহসানুল বায়ান

রেফারেন্স | সূরা আল-ইনফিতার ৮২:৬

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (হাই কোয়ালিটি)

DeeneLife App