যালিমদের পরিণতি | সূরা আল-কাসাস ২৮:৪০ | Surah Al-Qasas 28:40

যালিমদের পরিণতি | সূরা আল-কাসাস ২৮:৪০ | Surah Al-Qasas 28:40

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আল-কাসাস ২৮:৪০

বিষয় যালিমদের পরিণতি
সূরার নাম ও নম্বর সূরা আল-কাসাস (২৮)
সূরার ধরণ মাক্কী সূরা
আয়াত নম্বর ৪০
রুকু ক্রম ৩৩৭
পারা বিস্তৃতি ২০
মোট আয়াত সংখ্যা ৮৮ টি
فَأَخَذْنَـٰهُ وَجُنُودَهُۥ فَنَبَذْنَـٰهُمْ فِى ٱلْيَمِّ ۖ فَٱنظُرْ كَيْفَ كَانَ عَـٰقِبَةُ ٱلظَّـٰلِمِينَ

অতঃপর আমি তাকে ও তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম, তারপর তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। অতএব, দেখ যালিমদের পরিণাম কিরূপ হয়েছিল?

So We took him and his soldiers and threw them into the sea.1 So see how was the end of the wrongdoers.

সূরা আল-কাসাস এর ৪০ নম্বর আয়াতের বিস্তারিত

অতএব আমি তাকে ও তার বাহিনীকে পাকড়াও করে সমুদ্রে নিক্ষেপ করলাম।[১] সুতরাং দেখ, সীমালংঘনকারীদের পরিণাম কি ছিল!

[১] যখন তার অবিশ্বাস ও ঔদ্ধত্য সীমা অতিক্রম করল এবং কোনক্রমেই ঈমান আনতে প্রস্তুত হল না, তখন শেষ পর্যন্ত এক সকালে আমি তার সলিল সমাধি ঘটালাম।(যার বিস্তারিত আলোচনা সূরা শুআরায় ২৬:১০-৬৮ আয়াতে উল্লেখ হয়েছে।)

~ তাফসীর আহসানুল বায়ান

রেফারেন্স | সূরা আল-কাসাস ২৮:৪০

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)