জুমু‘আর দিন বেশি বেশি দরূদ পাঠ করা | সুনান আবূ দাউদ ১০৪৭ | Sunan-Abu-Dawood 1047
হাদিসটি সম্পর্কে | সুনান আবূ দাউদ ১০৪৭
বিষয় | জুমু‘আর দিন বেশি বেশি দরূদ পাঠ করা |
হাদিস গ্রন্থ | সুনান আবূ দাউদ |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | The Blessing Of Friday And The Eve Of Friday |
হাদিস নম্বর | ১০৪৭ |
সুনান আবূ দাউদ ১০৪৭ নম্বর হাদিসের বিস্তারিতঃআওস ইবনু আওস (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের দিনসমূহের মধ্যে সর্বোত্তম হলো জুমু’আহর দিন। এদিন আদম (আ)-কে সৃষ্টি করা হয়েছিলো, এদিনই তাঁর রূহ কবজ করা হয়েছিলো, এদিন শিংগায় ফুৎকার দেয়া হবে এবং এদিনই বিকট শব্দ করা হবে। কাজেই এদিন তোমরা আমার উপর বেশি বেশি দরূদ পাঠ করো। কারণ তোমাদের দরূদ আমার কাছে পেশ করা হয়। আওস ইবনু আওস (রাঃ) বলেন, লোকজন প্রশ্ন করলো, হে আল্লাহর রসূল! কি করে আমাদের দরূদ আপনার নিকট পেশ করা হবে? আপনি তো নিশ্চিহ্ন হয়ে যাবেন। বর্ণনাকারী আওস ইবনু আওস (রাঃ) বলেন, লোকেরা বুঝাতে চাচ্ছিল আপনার শরীর তো জরাজীর্ণ হয়ে মিশে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ মহান সর্বশক্তিমান আল্লাহ মাটির জন্য নবী-রসূলগণের দেহকে হারাম করে দিয়েছেন।
Narrated Aws ibn Aws:
The Prophet (ﷺ) said: Among the most excellent of your days is Friday; on it Adam was created, on it he died, on it the last trumpet will be blown, and on it the shout will be made, so invoke more blessings on me that day, for your blessings will be submitted to me. The people asked: Messenger of Allah, how can it be that our blessings will be submitted to you while your body is decayed? He replied: Allah, the Exalted, has prohibited the earth from consuming the bodies of Prophets.
রেফারেন্স | সুনান আবূ দাউদ ১০৪৭
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!