৪টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদেরকে বিয়ে করা | সহীহ বুখারী ৫০৯০ | Sahih-Al-Bukhari 5090
হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ৫০৯০
বিষয় | ৪টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদেরকে বিয়ে করা |
হাদিস গ্রন্থ | সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৬৭/১৬. স্বামী এবং স্ত্রীর একই দ্বীনভুক্ত হওয়া এবং আল্লাহর বাণীঃ অর্থাৎ ‘‘তিনিই পানি থেকে সৃষ্টি করেছেন মানুষ, অতঃপর মানুষকে করেছেন বংশ সম্পর্কীয় ও বিবাহ সম্পর্কীয়, তোমার প্রতিপালক সব কিছু করতে সক্ষম।’’ সূরাহ আল-ফুরকানঃ ৫৪) |
হাদিস নম্বর | ৫০৯০ |
বর্ণনাকারী | আবূ হুরায়রা (রাঃ) |
সহীহ বুখারী ৫০৯০ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদেরকে বিয়ে করা হয়ঃ তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য ও তার দ্বীনদারী। সুতরাং তুমি দ্বীনদারীকেই প্রাধান্য দেবে নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে।
Narrated Abu Huraira: The Prophet (ﷺ) said, "A woman is married for four things, i.e., her wealth, her family status, her beauty and her religion. So you should marry the religious woman (otherwise) you will be a losers.
রেফারেন্স | সহীহ বুখারী ৫০৯০
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)