আশা এবং মানুষের আয়ু | সহীহ বুখারী ৬৪১৮ | Sahih-Al-Bukhari 6418

আশা এবং মানুষের আয়ু | সহীহ বুখারী ৬৪১৮ | Sahih-Al-Bukhari 6418

হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ৬৪১৮

বিষয় আশা এবং মানুষের আয়ু
হাদিস গ্রন্থ সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন)
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ৮১/৪. আশা এবং এর দৈর্ঘ্য
হাদিস নম্বর ৬৪১৮
বর্ণনাকারী আনাস ইবনু মালিক (রাঃ)
সহীহ বুখারী ৬৪১৮ নম্বর হাদিসের বিস্তারিতঃ আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি রেখা টানলেন এবং বললেন, এটা আশা আর এটা তার আয়ু। মানুষ যখন এ অবস্থার মাঝে থাকে হঠাৎ নিকটবর্তী রেখা (মৃত্যু) এসে যায়।

Narrated Anas bin Malik: The Prophet (ﷺ) drew a few lines and said, "This is (man's) hope, and this is the instant of his death, and while he is in this state (of hope), the nearer line (death) comes to Him."

রেফারেন্স | সহীহ বুখারী ৬৪১৮

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)