তোমরা ভয় করনা, আমিতো তোমাদের সাথে আছি, আমি শুনি ও দেখি | সূরা ত্ব-হা ২০:৪৬ | Surah Taha 20:46
আয়াত ও সূরা সম্পর্কে | সূরা ত্ব-হা ২০:৪৬
বিষয় | তোমরা ভয় করনা, আমিতো তোমাদের সাথে আছি, আমি শুনি ও দেখি |
সূরার নাম ও নম্বর | সূরা ত্ব-হা (২০) |
সূরার ধরণ | মাক্কী সূরা |
আয়াত নম্বর | ৪৬ |
রুকু সংখ্যা | ৮ টি |
পারা বিস্তৃতি | ১৬ |
মোট আয়াত সংখ্যা | ১৩৫ টি |
قَالَ لَا تَخَافَآ اِنَّنِىۡ مَعَكُمَاۤ اَسۡمَعُ وَاَرٰى ٤٦তিনি বললেন, ‘তোমরা ভয় করো না। আমি তো তোমাদের সাথেই আছি। আমি সবকিছু শুনি ও দেখি’।[Allāh] said, "Fear not. Indeed, I am with you both; I hear and I see.
সূরা ত্ব-হা এর ৪৬ নম্বর আয়াতের বিস্তারিত
তিনি বললেন, ‘তোমরা ভয় করো না, আমি তোমাদের সঙ্গে আছি; আমি শুনব ও দেখব।[1] [1] অর্থাৎ, তুমি ফিরআউনকে যা কিছু বলবে ও তার প্রত্যুত্তরে সে তোমাদেরকে যা কিছু বলবে, আমি তা শুনব ও তার প্রতিক্রিয়া লক্ষ্য করব। আর সেই অনুযায়ী আমি তোমাদেরকে সাহায্য করব এবং তার সকল চক্রান্তকে ব্যর্থ করে দিব। সুতরাং তোমরা তার নিকট যাও এবং দ্বিধা ও ভয় করো না। ~ তাফসীরে আহসানুল বায়ানরেফারেন্স | সূরা ত্ব-হা ২০:৪৬
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)