সূরা ইখলাস পাঠের ফযীলত | সহীহ আল-জামি ৬৪৭২ | Sahih-Al-Jami 6472

হাদিসটি সম্পর্কে | সহীহ আল-জামি ৬৪৭২
বিষয় | সূরা ইখলাস পাঠের ফযীলত |
হাদিস গ্রন্থ | সহীহ আল-জামি |
হাদিসের মান | সহিহ (Sahih) |
হাদিস নম্বর | ৬৪৭২ |
সহীহ আল-জামি ৬৪৭২ নম্বর হাদিসের বিস্তারিতঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি ১০ বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ্ তাঁর জন্য জান্নাতে একটি বাড়ি বানিয়ে রাখবেন" সহীহ। (সহীহ আল-জামি ৬৪৭২)
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)