তাড়াহুড়া না করলে বান্দার দুআ কবূল হয়ে থাকে | সহীহ বুখারী ৬৩৪০ | Sahih-Al-Bukhari 6340
হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ৬৩৪০
বিষয় | তাড়াহুড়া না করলে বান্দার দুআ কবূল হয়ে থাকে |
হাদিস গ্রন্থ | সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৮০/২২. তাড়াহুড়া না করলে বান্দার দু‘আ কবূল হয়ে থাকে |
হাদিস নম্বর | ৬৩৪০ |
বর্ণনাকারী | আবূ হুরায়রা (রাঃ) |
সহীহ বুখারী ৬৩৪০ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দু’আ কবূল হয়ে থাকে। যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে, আমি দু’আ করলাম। কিন্তু আমার দু’আ তো কবূল হলো না।
Narrated Abu Huraira: Allah's Messenger (ﷺ) said, "The invocation of anyone of you is granted (by Allah) if he does not show impatience (by saying, "I invoked Allah but my request has not been granted.")
রেফারেন্স | সহীহ বুখারী ৬৩৪০
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)