সালাতের মাধ্যমে গুনাহ ঝরে পড়ে | সিলসিলাহ ছহীহাহ ৫৭৫ | Silsila-Sahiha 575

হাদিসটি সম্পর্কে | সিলসিলাহ ছহীহাহ ৫৭৫
বিষয় | সালাতের মাধ্যমে গুনাহ ঝরে পড়ে |
হাদিস গ্রন্থ | সিলসিলাহ ছহীহাহ |
পরিচ্ছেদ | ফরয ছালাতের ফযীলত |
হাদিস নম্বর | ৫৭৫ |
বর্ণনাকারী | আবু মুনীব (রাঃ) |
সিলসিলাহ ছহীহাহ ৫৭৫ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবু মুনীব (রাঃ) বলেন, একদা ইবনু ওমর (রাঃ) এক যুবককে দীর্ঘ সময়ে ছালাত আদায় করতে দেখলেন এবং বললেন, তোমরা কেউ এ যুবকের পরিচয় জান? একজন বলল, আমি তাকে চিনি। ইবনু ওমর (রাঃ) বললেন, আমি তাকে চিনলে বেশী বেশী রুকূ সিজদা করতে বলতাম। কারণ রাসূল (ছাঃ)-কে বলতে শুনেছি, ‘নিশ্চয়ই বান্দা যখন ছালাতে দাঁড়ায় তার সমস্ত গুনাহ তার দু’কাঁধে রেখে দেয়া হয়। যতবার রুকু, সিজদা করে ততবার তার গুনাহ ঝরে পড়ে’।
রেফারেন্স | সিলসিলাহ ছহীহাহ ৫৭৫
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!