সালাতের মাধ্যমে গুনাহ ঝরে পড়ে | সিলসিলাহ ছহীহাহ ৫৭৫ | Silsila-Sahiha 575

সালাতের মাধ্যমে গুনাহ ঝরে পড়ে | সিলসিলাহ ছহীহাহ ৫৭৫ | Silsila-Sahiha 575

হাদিসটি সম্পর্কে | সিলসিলাহ ছহীহাহ ৫৭৫

বিষয় সালাতের মাধ্যমে গুনাহ ঝরে পড়ে
হাদিস গ্রন্থ সিলসিলাহ ছহীহাহ
পরিচ্ছেদ ফরয ছালাতের ফযীলত
হাদিস নম্বর ৫৭৫
বর্ণনাকারী আবু মুনীব (রাঃ)
সিলসিলাহ ছহীহাহ ৫৭৫ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবু মুনীব (রাঃ) বলেন, একদা ইবনু ওমর (রাঃ) এক যুবককে দীর্ঘ সময়ে ছালাত আদায় করতে দেখলেন এবং বললেন, তোমরা কেউ এ যুবকের পরিচয় জান? একজন বলল, আমি তাকে চিনি। ইবনু ওমর (রাঃ) বললেন, আমি তাকে চিনলে বেশী বেশী রুকূ সিজদা করতে বলতাম। কারণ রাসূল (ছাঃ)-কে বলতে শুনেছি, ‘নিশ্চয়ই বান্দা যখন ছালাতে দাঁড়ায় তার সমস্ত গুনাহ তার দু’কাঁধে রেখে দেয়া হয়। যতবার রুকু, সিজদা করে ততবার তার গুনাহ ঝরে পড়ে’।

রেফারেন্স | সিলসিলাহ ছহীহাহ ৫৭৫

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)