জুমুআর দিন খুৎবাহর সময় অনর্থক কথা না বলা | সহীহ বুখারী ৯৩৪ | Sahih-Al-Bukhari 934

জুমুআর দিন খুৎবাহর সময় অনর্থক কথা না বলা | সহীহ বুখারী ৯৩৪ | Sahih-Al-Bukhari 934

হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ৯৩৪

বিষয় জুমুআর দিন খুৎবাহর সময় অনর্থক কথা না বলা
হাদিস গ্রন্থ সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন)
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ১১/৩৬. জুমু‘আহর দিন ইমাম খুত্বাহ দেয়ার সময় অন্যকে চুপ করানো।
হাদিস নম্বর ৯৩৪
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
সহীহ বুখারী ৯৩৪ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ হুরাইরাহ্ (রাযি.) হতে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জুমু‘আহর দিন যখন তোমার পাশের মুসল্লীকে চুপ থাক বলবে, অথচ ইমাম খুৎবাহ দিচ্ছেন, তা হলে তুমি একটি অনর্থক কথা বললে।

Narrated Abu Huraira: Allah's Messenger (ﷺ) (p.b.u.h) said, "When the Imam is delivering the Khutba, and you ask your companion to keep quiet and listen, then no doubt you have done an evil act."

রেফারেন্স | সহীহ বুখারী ৯৩৪

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)