নিশ্চয় কান, চোখ ও অন্তকরণ- এদের প্রতিটির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে | সূরা আল-ইসরা ১৭:৩৬ | Surah Al-Isra 17:36

নিশ্চয় কান, চোখ ও অন্তকরণ- এদের প্রতিটির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে | সূরা আল-ইসরা ১৭:৩৬ | Surah Al-Isra 17:36

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আল-ইসরা ১৭:৩৬

বিষয় নিশ্চয় কান, চোখ ও অন্তকরণ- এদের প্রতিটির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে
সূরার নাম ও নম্বর সূরা আল-ইসরা (১৭)
সূরার ধরণ মাক্কী সূরা
আয়াত নম্বর ৩৬
রুকু সংখ্যা ১২ টি
পারা বিস্তৃতি ১৫
মোট আয়াত সংখ্যা ১১১ টি
وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِۦ عِلْمٌ ۚ إِنَّ ٱلسَّمْعَ وَٱلْبَصَرَ وَٱلْفُؤَادَ كُلُّ أُو۟لَـٰٓئِكَ كَانَ عَنْهُ مَسْـُٔولًۭا ٣٦
যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হয়ো না। [1] নিশ্চয় কর্ণ, চক্ষু ও হৃদয় ওদের প্রত্যেকের নিকট কৈফিয়ত তলব করা হবে। [2]
And do not pursue that of which you have no knowledge. Indeed, the hearing, the sight and the heart - about all those [one] will be questioned.

সূরা আল-ইসরা এর ৩৬ নম্বর আয়াতের বিস্তারিত

[1] قَفَا يَقْفُوْ এর অর্থ পিছনে পড়া। অর্থাৎ, যে বিষয়ে জ্ঞান নেই তার পিছনে পড়ো না। আন্দাজে কথা বলো না। অর্থাৎ, কারো প্রতি কুধারণা করো না। কারো ছিদ্রান্বেষণ করো না। অনুরূপ যে বিষয়ে জ্ঞান নেই তার উপর আমলও করো না। [2] অর্থাৎ, যে জিনিসের পিছনে পড়বে, সে ব্যাপারে কানকে জিজ্ঞাসা করা হবে যে, সে কি শুনেছিল? চোখকে জিজ্ঞাসা করা হবে যে, সে কি দেখেছিল? এবং অন্তরকে জিজ্ঞাসা করা হবে যে, সে কি জেনেছিল? কারণ, এই তিনটিই হল জানার মাধ্যম। অর্থাৎ, কিয়ামতের দিন মহান আল্লাহ এই অঙ্গগুলোকে বাকশক্তি দান করবেন এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে। ~ তাফসীরে আহসানুল বায়ান

রেফারেন্স | সূরা আল-ইসরা ১৭:৩৬

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)