তাকওয়ার জন্য আছে মহাপুরস্কার | সূরা আল-মুলক ৬৭:১২ | Surah Al-Mulk 67:12

তাকওয়ার জন্য আছে মহাপুরস্কার | সূরা আল-মুলক ৬৭:১২ | Surah Al-Mulk 67:12

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আল-মুলক ৬৭:১২

বিষয় তাকওয়ার জন্য আছে মহাপুরস্কার
সূরার নাম ও নম্বর সূরা আল-মুলক (৬৭)
সূরার ধরণ মাক্কী সূরা
আয়াত নম্বর ১২
রুকু সংখ্যা ২ টি
পারা বিস্তৃতি ২৯
মোট আয়াত সংখ্যা ৩০ টি
إِنَّ ٱلَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِٱلْغَيْبِ لَهُم مَّغْفِرَةٌۭ وَأَجْرٌۭ كَبِيرٌۭ ١٢
নিশ্চয় যারা তাদের রবকে না দেখেই ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় প্রতিদান।
Indeed, those who fear their Lord unseen will have forgiveness and great reward.

সূরা আল-মুলক এর ১২ নম্বর আয়াতের বিস্তারিত

যারা না দেখেও তাদের প্রতিপালককে ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার।[1] [1] অবিশ্বাসী ও মিথ্যাজ্ঞানকারী কাফেরদের মোকাবেলায় এখন এখানে ঈমানদারদের এবং তাদের সেই নিয়ামতের কথা উল্লেখ করা হচ্ছে, যা তাঁরা কিয়ামতের দিন মহান আল্লাহর নিকট লাভ করবেন। بِالْغَيْبِ (না দেখে, অদৃশ্যভাবে) এর একটি অর্থ এই যে, তারা আল্লাহকে তো দেখেনি, কিন্তু নবীদের কথায় বিশ্বাস করে তারা আল্লাহর আযাবকে ভয় করে। দ্বিতীয় অর্থ এও হতে পারে যে, লোকদের দৃষ্টি থেকে অদৃশ্য থেকে। অর্থাৎ, নির্জনেও তারা প্রতিপালক আল্লাহকে ভয় করে। ~ তাফসীরে আহসানুল বায়ান

রেফারেন্স | সূরা আল-মুলক ৬৭:১২

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (হাই কোয়ালিটি)

DeeneLife App