যে ব্যক্তির জন্য জাহান্নাম হারাম | সুনান আত তিরমিজী ২৪৮৮ | Sunan-at-Tirmidhi 2488
হাদিসটি সম্পর্কে | সুনান আত তিরমিজী ২৪৮৮
বিষয় | যে ব্যক্তির জন্য জাহান্নাম হারাম |
হাদিস গ্রন্থ | সুনান আত তিরমিজী (তাহকিককৃত) |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | ৪৫. (যে ব্যক্তির জন্য জাহান্নাম হারাম) |
হাদিস নম্বর | ২৪৮৮ |
বর্ণনাকারী | আবদুল্লাহ ইব্ন মাসউদ (রাঃ) |
সুনান আত তিরমিজী ২৪৮৮ নম্বর হাদিসের বিস্তারিতঃ ’আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দিবো না, কোন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম এবং জাহান্নামের জন্য কোন ব্যক্তি হারাম? যে ব্যক্তি মানুষের কাছাকাছি (জনপ্রিয়), সহজ-সরল, নম্রভাষী ও সদাচারী।
'Abdullah bin Mas'ud narrated that the Messenger of Allah (s.a.w) said: "Shall I not inform you of whom the Fire is unlawful and he is unlawful for the Fire? Every person who is near (to people), amicable, and easy (to deal with).'"
রেফারেন্স | সুনান আত তিরমিজী ২৪৮৮
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)