হালাল উত্তম রিযিক থেকে আহার করা এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা | সূরা আন-নাহাল ১৬:১১৪ | Surah An-Nahl 16:114

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আন-নাহাল ১৬:১১৪
বিষয় | হালাল উত্তম রিযিক থেকে আহার করা এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা |
সূরার নাম ও নম্বর | সূরা আন-নাহাল (১৬) |
সূরার ধরণ | মাক্কী সূরা |
আয়াত নম্বর | ১১৪ |
রুকু সংখ্যা | ১৬ টি |
পারা বিস্তৃতি | ১৪ |
মোট আয়াত সংখ্যা | ১২৮ টি |
فَکُلُوۡا مِمَّا رَزَقَکُمُ اللّٰهُ حَلٰلًا طَیِّبًا ۪ وَّ اشۡکُرُوۡا نِعۡمَتَ اللّٰهِ اِنۡ کُنۡتُمۡ اِیَّاهُ تَعۡبُدُوۡنَঅতএব আল্লাহ তোমাদেরকে যে হালাল উত্তম রিয্ক দিয়েছেন, তোমরা তা থেকে আহার কর এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় কর, যদি তোমরা তারই ইবাদাত করে থাক।Then eat of what Allah has provided for you [which is] lawful and good. And be grateful for the favor of Allah, if it is [indeed] Him that you worship.
সূরা আন-নাহাল এর ১১৪ নম্বর আয়াতের বিস্তারিত
এর অর্থ এই যে হালাল ও পবিত্র জিনিস অতিক্রম করে হারাম ও অপবিত্র জিনিস ব্যবহার করা এবং আল্লাহর খেয়ে-পরে তিনি ছাড়া অন্যের ইবাদত করা। এটিই হল আল্লাহর অনুগ্রহের অকৃতজ্ঞতা। ~ তাফসীরে আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আন-নাহাল ১৬:১১৪
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!