প্রাচুর্যের প্রতিযোগিতা | সূরা আত-তাকাসুর ১০২:০১ | Surah At-Takathur 102:01

প্রাচুর্যের প্রতিযোগিতা | সূরা আত-তাকাসুর ১০২:০১ | Surah At-Takathur 102:01

আয়াত ও সূরা সম্পর্কে

সূরার নাম ও নম্বর সূরা আত-তাকাসুর (১০২)
সূরার ধরণ মাক্কী সূরা
আয়াত নম্বর ০১
রুকু সংখ্যা টি
পারা বিস্তৃতি ৩০
মোট আয়াত সংখ্যা ০৮ টি
اَلۡهٰکُمُ التَّکَاثُرُ
অধিক (পার্থিব) সুখ সম্ভোগ লাভের মোহ তোমাদেরকে (অধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে) ভুলিয়ে রেখেছে।

আয়াতের বিস্তারিত

أَلهَى يُلهِي শব্দের অর্থ হল গাফেল বা উদাসীন করে দেওয়া। تَكَاثُر অধিক কামনা করা বা প্রাচুর্য নিয়ে পরস্পর প্রতিযোগিতা করা। এ কথাটি ব্যাপক; প্রাচুর্যে মাল-ধন, সন্তান-সন্ততি, সহযোগী-পৃষ্ঠপোষক, বংশ-গোত্র প্রভৃতি সবই শামিল। প্রত্যেক ঐ বস্তু যার প্রাচুর্য ও আধিক্য মানুষের প্রিয় এবং যা অধিকভাবে পাবার প্রচেষ্টা ও কামনা মানুষকে আল্লাহর আহকাম এবং আখেরাত হতে উদাসীন করে দেয়, তাই উদ্দেশ্য এখানে। এ স্থানে আল্লাহ তাআলা মানুষের সেই দুর্বলতাকে ব্যক্ত করেছেন, অধিকাংশ মানুষ সর্বযুগে যার শিকার হয়ে থাকে। ~ তাফসীরে আহসানুল বায়ান

রেফারেন্স

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (হাই কোয়ালিটি)

DeeneLife App