কোন কথাই আল্লাহর কাছে গোপন থাকে না - সূরা আল-মুলক ৬৭:১৩ | Surah Al-Mulk 67:13

কোন কথাই আল্লাহর কাছে গোপন থাকে না - সূরা আল-মুলক ৬৭:১৩ | Surah Al-Mulk 67:13

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আল-মুলক ৬৭ঃ১৩

বিষয় কোন কথাই আল্লাহর কাছে গোপন থাকে না
সূরার নাম ও নম্বর সূরা আল-মুলক (৬৭)
সূরার ধরণ মাক্কী সূরা
আয়াত নম্বর ১৩
রুকু সংখ্যা ২ টি
পারা বিস্তৃতি ২৯
মোট আয়াত সংখ্যা ৩০ টি
وَ اَسِرُّوۡا قَوۡلَکُمۡ اَوِ اجۡهَرُوۡا بِهٖ ؕ اِنَّهٗ عَلِیۡمٌۢ بِذَاتِ الصُّدُوۡرِ
আর তোমরা তোমাদের কথা গোপন কর অথবা তা প্রকাশ কর, নিশ্চয় তিনি অন্তরসমূহে যা আছে সে বিষয়ে সম্যক অবগত।
And conceal your speech or publicize it; indeed, He is Knowing of that within the breasts.

সূরা আল-মুলক এর ১৩ নম্বর আয়াতের বিস্তারিত

[1] এখানে আবারও কাফেরদেরকে সম্বোধন করা হচ্ছে। অর্থাৎ, তোমরা রসূল (সাঃ)-এর ব্যাপারে গোপনে কথা বল অথবা প্রকাশ্যে, সব কিছুই আল্লাহ অবগত আছেন। কোন কথাই তাঁর কাছে গোপন থাকে না। 
[2] এখানে তাঁর গোপনীয় ও প্রকাশ্য বিষয় জানার কারণ বর্ণনা করে বলা হচ্ছে যে, তিনি তো মনের ও অন্তরের গুপ্ত রহস্যসমূহের ব্যাপারেও অবহিত। অতএব তোমাদের কথাসমূহ কিভাবে তাঁর কাছে গোপন থাকতে পারে? ~ তাফসীরে আহসানুল বায়ান

রেফারেন্স | সূরা আল-মুলক ৬৭ঃ১৩

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)