ইশা ও ফজরের সালাত (জামা‘আতে) আদায়ের ফাযীলাত - সহীহ বুখারী ৬১৫ | Sahih-Al-Bukhari 615

ইশা ও ফজরের সালাত (জামা‘আতে) আদায়ের ফাযীলাত - সহীহ বুখারী ৬১৫ | Sahih-Al-Bukhari 615

হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ৬১৫

বিষয় ইশা ও ফজরের সালাত (জামা‘আতে) আদায়ের ফাযীলাত
হাদিস গ্রন্থ সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন)
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ ১০/৯. আযানের ব্যাপারে কুরআহর মাধ্যমে নির্বাচন।
হাদিস নম্বর ৬১৫
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
সহীহ বুখারী ৬১৫ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ হুরাইরাহ্ (রাযি.) হতে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আযানে ও প্রথম কাতারে কী (ফাযীলাত) রয়েছে, তা যদি লোকেরা জানত, কুরআহর মাধ্যমে বাছাই ব্যতীত এ সুযোগ লাভ করা যদি সম্ভব না হত, তাহলে অবশ্যই তারা কুরআহর মাধ্যমে ফায়সালা করত। যুহরের সালাত আউয়াল ওয়াক্তে আদায় করার মধ্যে কী (ফাযীলাত) রয়েছে, যদি তারা জানত, তাহলে তারা এর জন্য প্রতিযোগিতা করত। আর ‘ইশা ও ফজরের সালাত (জামা‘আতে) আদায়ের কী ফাযীলাত তা যদি তারা জানত, তাহলে নিঃসন্দেহে হামাগুড়ি দিয়ে হলেও তারা হাজির হত।

রেফারেন্স | সহীহ বুখারী ৬১৫

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (হাই কোয়ালিটি)

DeeneLife App