পবিত্র কুরআনে বর্ণিত ৬টি ফল |  Six Fruits Mentioned in The Holy Quran

পবিত্র কুরআনে বর্ণিত ৬টি ফল | Six Fruits Mentioned in The Holy Quran

পবিত্র কুরআনে উল্লেখিত ৬টি ফল হলঃ
  1. তীন
  2. যায়তূন
  3. আঙ্গুর
  4. ডালিম
  5. খেজুর
  6. কলা
তীন ও যায়তূনঃ কোরআনে জলপাই সাতবার উল্লেখ করা হয়েছে। এর আরবি নাম যায়তূন। কুরআনে মহান আল্লাহ তা'য়ালা বলেন; "শপথ তীন ও যায়তূন-এর (যা জন্মে সিরিয়া ও ফিলিস্তিন এলাকায় যে স্থান বহু পুণ্যময় নবী ও রসূলের স্মৃতিতে ধন্য)" ~ সূরাঃ আত-ত্বীন | At-Tin | سورة التين ৯৫ঃ০১
খেজুর ও আঙ্গুরঃ মহান আল্লাহ তা'য়ালা কুরআনে বলেন; "আর আমি তাতে খেজুর ও আঙ্গুরের বাগান তৈরী করেছি এবং তাতে কিছু ঝর্নাধারা প্রবাহিত করি" ~ সূরাঃ ইয়াসীন | Ya-Sin | سورة يس ৩৬ঃ৩৪
ডালিমঃ পবিত্র কোরআনে ডালিমের কথা তিনবার উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ তা'য়ালা বলেন; "তাতে আছে ফলমূল, আর খেজুর আর ডালিম," ~ সূরাঃ আর-রাহমান | Ar-Rahman | سورة الرحمن - ৫৫ঃ৬৮
কলাঃ মহান আল্লাহ তা'য়ালা কুরআনে বলেন; "কলা গাছের মাঝে যাতে আছে থরে থরে সাজানো কলা," ~ সূরাঃ আল-ওয়াকিয়া | Al-Waqi'a | سورة الواقعة ৫৬ঃ২৯

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)