আইয়ামে বীজ এর রোজা | ৬,৭,৮ অক্টোবর ২০২৫ | Ayyam Al Bid
হাদিসটি সম্পর্কে | সুনান আবূ দাউদ ২৪৪৯
বিষয় | আইয়ামে বীজ এর রোজা |
হাদিস গ্রন্থ | সুনান আবূ দাউদ |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | Regarding Fasting Three Days Every Month |
হাদিস নম্বর | ২৪৪৯ |
সুনান আবূ দাউদ ২৪৪৯ নম্বর হাদিসের বিস্তারিতঃ ইবনু মিলহান আল-কায়সী (রহ.) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীয অর্থাৎ চাঁদের ১৩, ১৪ ও ১৫ তারিখে সওম পালনে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। বর্ণনাকারী বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এগুলো সারা বছর সওম রাখার সমতুল্য।Narrated Qatadah Ibn Malhan al-Qaysi:
The Messenger of Allah (ﷺ) used to command us to fast the days of the white (nights): thirteenth, fourteenth and fifteenth of the month. He said: This is like keeping perpetual fast.
রেফারেন্স | সুনান আবূ দাউদ ২৪৪৯
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)