ঈমানদার জান্নাতের অধিবাসী | সূরা আল-আ'রাফ ৭:৪২ | Surah Al-A'raf 7:42

ঈমানদার জান্নাতের অধিবাসী | সূরা আল-আ'রাফ ৭:৪২ | Surah Al-A'raf 7:42

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আল-আ'রাফ ৭:৪২

বিষয় ঈমানদার জান্নাতের অধিবাসী
সূরার নাম ও নম্বর সূরা আল-আ'রাফ (৭)
সূরার ধরণ মাক্কী সূরা
আয়াত নম্বর ৪২
রুকু ক্রম ১২৬
পারা বিস্তৃতি
মোট আয়াত সংখ্যা ২০৬ টি
وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَآ أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلْجَنَّةِ ۖ هُمْ فِيهَا خَـٰلِدُونَ

আর যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে, আমি কোন ব্যক্তিকে তার সাধ্যের বাইরে দায়িত্ব অর্পণ করি না। তারাই জান্নাতের অধিবাসী। তারা সেখানে হবে স্থায়ী।

But those who believed and did righteous deeds - We charge no soul except [within] its capacity. Those are the companions of Paradise; they will abide therein eternally.

সূরা আল-আ'রাফ এর ৪২ নম্বর আয়াতের বিস্তারিত

আমি কাউকেও তার সাধ্যাতীত ভার অর্পণ করি না।[১] যারা বিশ্বাস করে ও সৎকাজ করে, তারাই হবে জান্নাতবাসী, সেখানে তারা চিরকাল থাকবে।

[১] এটা পূর্বাপরের সাথে সম্পর্কহীন বাক্য। এ বাক্যের উদ্দেশ্য হল, এ কথা জানিয়ে দেওয়া যে, ঈমান এবং নেক আমল কোন এমন জিনিস নয়, যা মানুষের শক্তির ঊর্ধ্বে এবং মানুষ তা অর্জন করার সামর্থ্য রাখে না। বরং প্রতিটি মানুষ অতি সহজে ঈমান ও আমলের পথ অবলম্বন করতে পারে এবং তার দাবীসমূহ পূরণ করতে পারে।

~ তাফসীর আহসানুল বায়ান

রেফারেন্স | সূরা আল-আ'রাফ ৭:৪২

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)