যালিমদের প্রতিদান জাহান্নামের বিছানা | সূরা আল-আ'রাফ ৭:৪১ | Surah Al-A'raf 7:41
আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আল-আ'রাফ ৭:৪১
| বিষয় | যালিমদের প্রতিদান জাহান্নামের বিছানা |
| সূরার নাম ও নম্বর | সূরা আল-আ'রাফ (৭) |
| সূরার ধরণ | মাক্কী সূরা |
| আয়াত নম্বর | ৪১ |
| রুকু ক্রম | ১২৬ |
| পারা বিস্তৃতি | ৮ |
| মোট আয়াত সংখ্যা | ২০৬ টি |
لَهُم مِّن جَهَنَّمَ مِهَادٌ وَمِن فَوْقِهِمْ غَوَاشٍ ۚ وَكَذَٰلِكَ نَجْزِى ٱلظَّـٰلِمِينَতাদের জন্য থাকবে জাহান্নামের বিছানা এবং তাদের উপরে থাকবে (আগুনের) আচ্ছাদন। আর এভাবেই আমি যালিমদেরকে প্রতিদান দেই।They will have from Hell a bed and over them coverings [of fire]. And thus do We recompense the wrongdoers.
সূরা আল-আ'রাফ এর ৪১ নম্বর আয়াতের বিস্তারিত
তাদের শয্যা হবে দোযখের (আগুনের) এবং তাদের উপরের আচ্ছাদনও (হবে তারই)।[১] এভাবে আমি অত্যাচারীদেরকে প্রতিফল দিয়ে থাকি।
[১] غَوَاشٌ হল, غَاشِيَةٌ এর বহুবচন। যে জিনিস ঢেকে নেয়। অর্থাৎ, আগুনই হবে তাদের ঢাকা বা ওড়না। উপর থেকেও আগুন তাদেরকে ঢেকে অর্থাৎ ঘিরে রাখবে।
~ তাফসীর আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আল-আ'রাফ ৭:৪১
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)

