কেয়ামতের দিন ঘনিয়ে এসেছে | সূরা আল-আম্বিয়া ২১:১ | Surah Al-Anbya 21:1

কেয়ামতের দিন ঘনিয়ে এসেছে | সূরা আল-আম্বিয়া ২১:১ | Surah Al-Anbya 21:1

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আল-আম্বিয়া ২১:১

বিষয় কেয়ামতের দিন ঘনিয়ে এসেছে
সূরার নাম ও নম্বর সূরা আল-আম্বিয়া (২১)
সূরার ধরণ মাক্কী সূরা
আয়াত নম্বর
রুকু ক্রম ২৭৮
পারা বিস্তৃতি ১৭
মোট আয়াত সংখ্যা ১১২ টি
ٱقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ وَهُمْ فِى غَفْلَةٍ مُّعْرِضُونَ

মানুষের হিসাব-নিকাশের সময় আসন্ন, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে।

[The time of] their account has approached for the people, while they are in heedlessness turning away.

সূরা আল-আম্বিয়া এর ১ নম্বর আয়াতের বিস্তারিত

মানুষের হিসাব-নিকাশের সময় আসন্ন, [১] অথচ ওরা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। [২]

[১] হিসাবের সময় বলতে কিয়ামত; যা প্রতি সেকেন্ড নিকটবর্তী হয়ে চলেছে। আর প্রতিটি আগমনকারী জিনিসই নিকটবর্তী এবং প্রত্যেক ব্যক্তির মৃত্যু স্বস্থানে তার নিজের জন্য কিয়ামত। তাছাড়া বিগত যুগসমূহের তুলনায় কিয়ামত নিকটে; কারণ (বিশ্বসৃষ্টির পর হতে) যে সকল যুগ পার হয়ে গেছে তা অপেক্ষা অবশিষ্ট যুগ অতি অল্প।

[২] অর্থাৎ, ওর জন্য প্রস্তুতি নেওয়া হতে অমনোযোগী, পৃথিবীর চাকচিক্যে নিমজ্জিত (যা সেদিনকার জন্য ক্ষতিকর) এবং ঈমানের চাহিদা হতে উদাসীন (যা সেদিনকার জন্য কল্যাণকর)।

~ তাফসীর আহসানুল বায়ান

রেফারেন্স | সূরা আল-আম্বিয়া ২১:১

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)