গুনাহ থেকে তওবাকারী নিষ্পাপ ব্যক্তিতুল্য | সুনান ইবনু মাজাহ ৪২৫০ | Sunan-ibn-Majah 4250
হাদিসটি সম্পর্কে | সুনান ইবনু মাজাহ ৪২৫০
| বিষয় | গুনাহ থেকে তওবাকারী নিষ্পাপ ব্যক্তিতুল্য |
| হাদিস গ্রন্থ | সুনান ইবনু মাজাহ |
| হাদিসের মান | Da’if |
| পরিচ্ছেদ | Repentance |
| হাদিস নম্বর | ৪২৫০ |
সুনান ইবনু মাজাহ ৪২৫০ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ উবায়দা ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ গুনাহ থেকে তওবাকারী নিষ্পাপ ব্যক্তিতুল্য।It was narrated from Abu ‘Ubadah bin ‘Abdullah, that his father said: “The Messenger of Allah (ﷺ) said: ‘The one who repents from sin is like one who did not sin.’”
রেফারেন্স | সুনান ইবনু মাজাহ ৪২৫০
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)

