তাওবার মাহাত্ম্য | সহীহ মুসলিম ৬৮৫৪ | Sahih-Muslim 6854
হাদিসটি সম্পর্কে | সহীহ মুসলিম ৬৮৫৪
| বিষয় | তাওবার মাহাত্ম্য |
| হাদিস গ্রন্থ | সহীহ মুসলিম (হাদীস একাডেমী) |
| হাদিসের মান | সহিহ (Sahih) |
| পরিচ্ছেদ | ৫০. তাওবাহ্ |
| হাদিস নম্বর | ৬৮৫৪ |
| বর্ণনাকারী | আনাস ইবনু মালিক (রাঃ) |
সহীহ মুসলিম ৬৮৫৪ নম্বর হাদিসের বিস্তারিতঃ হাদ্দাব ইবনু খালিদ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তা’আলা স্বীয় বান্দার তাওবার কারণে তোমাদের ঐ লোকের চেয়েও বেশি খুশী হন, যে সজাগ হয়ে তার ঐ উটটি ফিরে পায়, যা সে মরুভূমিতে হারিয়ে ফেলেছিল।
Anas b. Malik reported that Allah's Messenger (ﷺ) said: Allah is more pleased with the repentance of His servant than if one of you gets up and he finds his camel missing in a waterless desert (and then he accidentally finds it).
রেফারেন্স | সহীহ মুসলিম ৬৮৫৪
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)

