গুনাহ ও ভুলভ্রান্তি থেকে পবিত্র হওয়ার দোয়া | সুনান আন-নাসায়ী ৪০২ | Sunan-An-Nasai 402

গুনাহ ও ভুলভ্রান্তি থেকে পবিত্র হওয়ার দোয়া | সুনান আন-নাসায়ী ৪০২ | Sunan-An-Nasai 402

হাদিসটি সম্পর্কে | সুনান আন-নাসায়ী ৪০২

বিষয় গুনাহ থেকে পবিত্র হওয়ার দোয়া
হাদিস গ্রন্থ সুনান আন-নাসায়ী
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ Performing Ghusl With Snow And Hail
হাদিস নম্বর ৪০২
সুনান আন-নাসায়ী ৪০২ নম্বর হাদিসের বিস্তারিতঃ মুহাম্মাদ ইবনু ইব্রাহীম (রহ.) ..... মাজযাআহ্ ইবনু যাহির (রহ.) হতে বর্ণিত। তিনি আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ) -কে নবী (সা.) থেকে হাদীসটি বর্ণনা করতে শুনেছেন। তিনি দু’আ করতেন নিম্নরূপ- “আল্ল-হুম্মা ত্বহহিরনী মিনায যুনূবি ওয়াল খত্বা-ইয়া- আল্ল-হুম্মা নাক্কিনী মিনহা- কামা- ইউনাক্কস্ সাওবুল আবইয়াযু মিনাদ দানাস আল্ল-হুম্মা ত্বহহিরনী বিস সালজি ওয়াল বারাদি ওয়াল মা-য়িল বা-রিদ” (হে আল্লাহ! আমাকে পাপ এবং ভুল-ত্রুটি হতে পবিত্র করুন; হে আল্লাহ! আমাকে তা হতে পাক পবিত্র করুন যেরূপ সাদা বস্ত্র ময়লা হতে পবিত্র করা হয়; হে আল্লাহ! আমাকে বরফ, মেঘমালার পানি এবং ঠাণ্ডা পানি দ্বারা পবিত্র করুন)।

'Abdullah bin Abi Awfa narrated that the Prophet (ﷺ) would supplicate: "Allahumma tahhirni min adh-dhunub wal-khataya. Allahumma naqqini minha kama yunaqqa ath-thawb al-abyad min ad-danas, Allahumma tahhirni bith-thalji wal-barad wal-ma' al-barid (O Allah, purify me of sin and error, O Allah cleanse me of it as a white garment is cleansed of dirt, O Allah purify me with snow and hail and cold water)."

রেফারেন্স | সুনান আন-নাসায়ী ৪০২

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)