মুবারকবাদ ও কল্যাণ শামের জন্য | জামে' আত তিরমিজী ৩৯৫৪ | Jami-at-Tirmidhi 3954
হাদিসটি সম্পর্কে | জামে' আত তিরমিজী ৩৯৫৪
বিষয় | মুবারকবাদ ও কল্যাণ শামের জন্য |
হাদিস গ্রন্থ | জামে' আত তিরমিজী |
হাদিসের মান | হাসান (Hasan) |
পরিচ্ছেদ | About The Virtue Of Ash-Sham And Yemen |
হাদিস নম্বর | ৩৯৫৪ |
জামে' আত তিরমিজী ৩৯৫৪ নম্বর হাদিসের বিস্তারিতঃ যাইদ ইবনু সাবিত (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সম্মুখে উপস্থিত হয়ে চামড়ার উপর হতে কুরআন সংকলন করছিলাম। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সিরিয়ার জন্য মঙ্গল। আমরা বললাম, তা কেন হে আল্লাহর রাসূল! তিনি বললেনঃ কেননা দয়াময় রহমানের ফেরেশতাগণ তার উপর নিজেদের ডানা বিস্তার করে রেখেছেন।Narrated Zaid bin Thabit: "We were with the Messenger of Allah (ﷺ) collecting the Qur'an on pieces of cloth, so the Messenger of Allah (ﷺ) said: 'Tuba is for Ash-Sham.' So we said: 'Why is that O Messenger of Allah?' He said: 'Because the angels of Ar-Rahman spread their wings over it.'"
রেফারেন্স | জামে' আত তিরমিজী ৩৯৫৪
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)