যাদেরকে শহীদ বলে গণ্য করা হয়
যাদেরকে শহীদ বলে গণ্য করা হয়
- যে আল্লাহর পথে (যুদ্ধে) নিহত হয়, সে শহীদ যে ব্যক্তি মহামারীতে মারা যায়, সে শহীদের মর্যাদা লাভ করবে
- যে ব্যক্তি নিজের পরিবার, দ্বীন, সম্পদ এবং সম্মান রক্ষা করতে গিয়ে নিহত হয়, সে শহীদের মর্যাদা লাভ করবে
- যে ব্যক্তি পেটের রোগে মারা যায়, সে শহীদের মর্যাদা লাভ করবে
- যে ব্যক্তি বক্ষরোগে মারা যায়, সে শহীদের মর্যাদা লাভ করবে
- যে ব্যক্তি পানিতে ডুবে মারা যায়, সে শহীদের মর্যাদা লাভ করবে
- যে ব্যক্তি ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা যায়, সে শহীদের মর্যাদা লাভ করবে
- যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যায়, সে শহীদের মর্যাদা লাভ করবে
- যে সন্তান প্রসব করতে গিয়ে মারা যায় সে মহিলাও শহীদের মর্যাদা লাভ করব
সহীহ বুখারী (হাদীস ২৬৭৪, ২৪৮০, ২৮৩০), সহীহ মুসলিম (হাদীস ১৪১, ১৯০২, ১৯১৪), সুনানে আবু দাউদ (হাদীস ৩১১১, ৪৭৭২), জামে আত-তিরমিজি (হাদীস ১৪২১)
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)