খারাপ স্বপ্ন দেখলে করণীয় | ইবনে মাজাহ ৩৯০৯, তিরমিজি ২২৯১, মুসলিম ৫৭৯৩, ইবনে মাজাহ ৩৯১৩
খারাপ স্বপ্ন দেখলে করণীয়
🔸কেউ স্বপ্নে অপছন্দনীয় কিছু দেখলে সে যেন তার বাম দিকে তিনবার থুথু ফেলে।
🔸আল্লাহর নিকট অভিশপ্ত শয়তান থেকে তিনবার আশ্রয় প্রার্থনা করে।
🔸যে পাশে শোয়া ছিলো তা পরিবর্তন করে।
🔸সে যেন তখন উঠে গিয়ে নামায আদায় করে।
🔸সূরা আল ফালাক্ব ও সূরা আন্ নাস পড়া।
🔸স্বপ্নের অনিষ্ট হতে আশ্রয় চাওয়া।
🔸যখন তোমাদের কেউ অপছন্দনীয় স্বপ্ন দেখে, তখন সে যেন তা লোকের কাছে না বলে। কেননা এটা হয়ে থাকে ঘুমের মধ্যে শয়তানের খেলা করার কারণে।
এই কাজগুলো করলে দুঃস্বপ্ন তার কোন ক্ষতি করতে পারবে না ইনশা আল্লাহ্ ✨
রেফারেন্স
- 📚 সুনানে ইবনে মাজাহ ৩৯০৯, জামে' আত-তিরমিজি ২২৯১, মুসলিম ৫৭৯৩, সুনানে ইবনে মাজাহ ৩৯১৩
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)