মুবারকবাদ ও কল্যাণ শামের জন্য | জামে' আত তিরমিজী ৩৯৫৪ | Jami-at-Tirmidhi 3954

মুবারকবাদ ও কল্যাণ শামের জন্য | জামে' আত তিরমিজী ৩৯৫৪ | Jami-at-Tirmidhi 3954

হাদিসটি সম্পর্কে | জামে' আত তিরমিজী ৩৯৫৪

বিষয় মুবারকবাদ ও কল্যাণ শামের জন্য
হাদিস গ্রন্থ জামে' আত তিরমিজী
হাদিসের মান হাসান (Hasan)
পরিচ্ছেদ About The Virtue Of Ash-Sham And Yemen
হাদিস নম্বর ৩৯৫৪
জামে' আত তিরমিজী ৩৯৫৪ নম্বর হাদিসের বিস্তারিতঃ যাইদ ইবনু সাবিত (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সম্মুখে উপস্থিত হয়ে চামড়ার উপর হতে কুরআন সংকলন করছিলাম। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ মুবারকবাদ ও কল্যাণ শামের জন্য। আমরা বললাম, তা কেন হে আল্লাহর রাসূল! তিনি বললেনঃ কেননা দয়াময় রহমানের ফেরেশতাগণ তার উপর নিজেদের ডানা বিস্তার করে রেখেছেন।

Narrated Zaid bin Thabit: "We were with the Messenger of Allah (ﷺ) collecting the Qur'an on pieces of cloth, so the Messenger of Allah (ﷺ) said: 'Tuba is for Ash-Sham.' So we said: 'Why is that O Messenger of Allah?' He said: 'Because the angels of Ar-Rahman spread their wings over it.'"

রেফারেন্স | জামে' আত তিরমিজী ৩৯৫৪

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)