বিপদগ্রস্ত কাউকে দেখলে | জামে' আত তিরমিজী ৩৪৩২ | Jami-at-Tirmidhi 3432
হাদিসটি সম্পর্কে | জামে' আত তিরমিজী ৩৪৩২
বিষয় | বিপদগ্রস্ত কাউকে দেখলে |
হাদিস গ্রন্থ | জামে' আত তিরমিজী |
হাদিসের মান | Da’if |
পরিচ্ছেদ | What Has Been Related About What One Says When Seeing An Afflicted Person |
হাদিস নম্বর | ৩৪৩২ |
জামে' আত তিরমিজী ৩৪৩২ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন বিপদগ্রস্তকে দেখে কেউ যদি এ দুআটি পাঠ করে তবে তাকে এ বিপদে স্পর্শ করবে না। দুআটি হলঃ (الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلاَكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلاً)Abu Hurairah narrated that: The Messenger of Allah (ﷺ) said: “Whoever sees an afflicted person then says: ‘All praise is due to Allah who saved me from that which He has afflicted you with, and blessed me greatly over many of those whom He has created, (Al-ḥamdulillāhi alladhī `āfānī mimmabtalāka bihī wa faḍḍalanī `alā kathīrin mimman khalaqa tafḍīla)’ he shall not be struck by that affliction.”
রেফারেন্স | জামে' আত তিরমিজী ৩৪৩২
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)