হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করুন | সূরা আশ-শুআ'রা ২৬:৮৩ | Surah Ash-Shu'ara 26:83
আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আশ-শুআ'রা ২৬:৮৩
বিষয় | হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করুন |
সূরার নাম ও নম্বর | সূরা আশ-শুআ'রা (২৬) |
সূরার ধরণ | মাক্কী সূরা |
আয়াত নম্বর | ৮৩ |
রুকু ক্রম | ৩২০ |
পারা বিস্তৃতি | ১৯ |
মোট আয়াত সংখ্যা | ২২৭ টি |
رَبِّ هَبْ لِى حُكْمًا وَأَلْحِقْنِى بِٱلصَّـٰلِحِينَ‘হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের সাথে শামিল করে দিন’।[And he said], "My Lord, grant me authority and join me with the righteous.
সূরা আশ-শুআ'রা এর ৮৩ নম্বর আয়াতের বিস্তারিত
হে আমার প্রতিপালক! আমাকে প্রজ্ঞা[১] দান কর এবং সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত কর।
[১] حُكم বলতে হিকমত, প্রজ্ঞা, জ্ঞান, বুঝ, বিবেক, বিচারশক্তি, অথবা নবুঅত ও রিসালত বা আল্লাহর সীমা ও নির্দেশাবলীর জ্ঞান।
~ তাফসীর আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আশ-শুআ'রা ২৬:৮৩
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)