হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করুন | সূরা আশ-শুআ'রা ২৬:৮৩ | Surah Ash-Shu'ara 26:83

হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করুন | সূরা আশ-শুআ'রা ২৬:৮৩ | Surah Ash-Shu'ara 26:83

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আশ-শুআ'রা ২৬:৮৩

বিষয় হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করুন
সূরার নাম ও নম্বর সূরা আশ-শুআ'রা (২৬)
সূরার ধরণ মাক্কী সূরা
আয়াত নম্বর ৮৩
রুকু ক্রম ৩২০
পারা বিস্তৃতি ১৯
মোট আয়াত সংখ্যা ২২৭ টি
رَبِّ هَبْ لِى حُكْمًا وَأَلْحِقْنِى بِٱلصَّـٰلِحِينَ

‘হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের সাথে শামিল করে দিন’।

[And he said], "My Lord, grant me authority and join me with the righteous.

সূরা আশ-শুআ'রা এর ৮৩ নম্বর আয়াতের বিস্তারিত

হে আমার প্রতিপালক! আমাকে প্রজ্ঞা[১] দান কর এবং সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত কর।

[১] حُكم বলতে হিকমত, প্রজ্ঞা, জ্ঞান, বুঝ, বিবেক, বিচারশক্তি, অথবা নবুঅত ও রিসালত বা আল্লাহর সীমা ও নির্দেশাবলীর জ্ঞান।

~ তাফসীর আহসানুল বায়ান

রেফারেন্স | সূরা আশ-শুআ'রা ২৬:৮৩

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)