তোমরা যা কর আল্লাহ তার সম্যক দ্রষ্টা | সূরা আল-হুজুরাত ৪৯:১৮ | Surah Al-Hujurat 49:18
আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আল-হুজুরাত ৪৯:১৮
বিষয় | তোমরা যা কর আল্লাহ তার সম্যক দ্রষ্টা |
সূরার নাম ও নম্বর | সূরা আল-হুজুরাত (৪৯) |
সূরার ধরণ | মাদানী সূরা |
আয়াত নম্বর | ১৮ |
রুকু ক্রম | ৪৫৩ |
পারা বিস্তৃতি | ২৬ |
মোট আয়াত সংখ্যা | ১৮ টি |
إِنَّ ٱللَّهَ يَعْلَمُ غَيْبَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَٱللَّهُ بَصِيرٌۢ بِمَا تَعْمَلُونَনিশ্চয় আল্লাহ আসমানসমূহ ও যমীনের গায়েব সম্পর্কে অবগত আছেন। আর তোমরা যা কর আল্লাহ তার সম্যক দ্রষ্টা।Indeed, Allāh knows the unseen [aspects] of the heavens and the earth. And Allāh is Seeing of what you do.
সূরা আল-হুজুরাত এর ১৮ নম্বর আয়াতের বিস্তারিত
নিশ্চয় আল্লাহ আকাশমন্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত আছেন। আর তোমরা যা কর আল্লাহ তা দেখেন।
~ তাফসীর আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আল-হুজুরাত ৪৯:১৮
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)