নিশ্চয় সে সাফল্য লাভ করে, যে নিজেকে পরিশুদ্ধ করে | সূরা আল-আ'লা ৮৭:১৪ | Surah Al-A'la 87:14

নিশ্চয় সে সাফল্য লাভ করে, যে নিজেকে পরিশুদ্ধ করে | সূরা আল-আ'লা ৮৭:১৪ | Surah Al-A'la 87:14

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আল-আ'লা ৮৭:১৪

বিষয় নিশ্চয় সে সাফল্য লাভ করে, যে নিজেকে পরিশুদ্ধ করে
সূরার নাম ও নম্বর সূরা আল-আ'লা (৮৭)
সূরার ধরণ মাক্কী সূরা
আয়াত নম্বর ১৪
রুকু ক্রম ৫৩১
পারা বিস্তৃতি ৩০
মোট আয়াত সংখ্যা ১৯ টি
قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ

অবশ্যই সাফল্য লাভ করবে যে আত্মশুদ্ধি করবে,

He has certainly succeeded who purifies himself

সূরা আল-আ'লা এর ১৪ নম্বর আয়াতের বিস্তারিত

নিশ্চয় সে সাফল্য লাভ করে, যে নিজেকে পরিশুদ্ধ করে।[১]

[১] অর্থাৎ, যে নিজের আত্মাকে নোংরা আচরণ থেকে এবং অন্তরকে শিরক ও পাপাচারের পঙ্কিলতা থেকে পবিত্র করে।

~ তাফসীর আহসানুল বায়ান

রেফারেন্স | সূরা আল-আ'লা ৮৭:১৪

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)