নিশ্চয় সে সাফল্য লাভ করে, যে নিজেকে পরিশুদ্ধ করে | সূরা আল-আ'লা ৮৭:১৪ | Surah Al-A'la 87:14
আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আল-আ'লা ৮৭:১৪
বিষয় | নিশ্চয় সে সাফল্য লাভ করে, যে নিজেকে পরিশুদ্ধ করে |
সূরার নাম ও নম্বর | সূরা আল-আ'লা (৮৭) |
সূরার ধরণ | মাক্কী সূরা |
আয়াত নম্বর | ১৪ |
রুকু ক্রম | ৫৩১ |
পারা বিস্তৃতি | ৩০ |
মোট আয়াত সংখ্যা | ১৯ টি |
قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰঅবশ্যই সাফল্য লাভ করবে যে আত্মশুদ্ধি করবে,He has certainly succeeded who purifies himself
সূরা আল-আ'লা এর ১৪ নম্বর আয়াতের বিস্তারিত
নিশ্চয় সে সাফল্য লাভ করে, যে নিজেকে পরিশুদ্ধ করে।[১]
[১] অর্থাৎ, যে নিজের আত্মাকে নোংরা আচরণ থেকে এবং অন্তরকে শিরক ও পাপাচারের পঙ্কিলতা থেকে পবিত্র করে।
~ তাফসীর আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আল-আ'লা ৮৭:১৪
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)