আল্লাহকে বেশি বেশি স্মরণ কর, যাতে তোমরা সফল হতে পার | সূরা আল-জুমু'আ ৬২:১০ | Surah Al-Jumu'ah 62:10

আল্লাহকে বেশি বেশি স্মরণ কর, যাতে তোমরা সফল হতে পার | সূরা আল-জুমু'আ ৬২:১০ | Surah Al-Jumu'ah 62:10

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আল-জুমু'আ ৬২:১০

বিষয় আল্লাহকে বেশি বেশি স্মরণ কর, যাতে তোমরা সফল হতে পার
সূরার নাম ও নম্বর সূরা আল-জুমু'আ (৬২)
সূরার ধরণ মাদানী সূরা
আয়াত নম্বর ১০
রুকু ক্রম ৪৮৯
পারা বিস্তৃতি ২৮
মোট আয়াত সংখ্যা ১১ টি
فَإِذَا قُضِيَتِ ٱلصَّلَوٰةُ فَٱنتَشِرُوا۟ فِى ٱلْأَرْضِ وَٱبْتَغُوا۟ مِن فَضْلِ ٱللَّهِ وَٱذْكُرُوا۟ ٱللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ

অতঃপর যখন সালাত সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় আর আল্লাহর অনুগ্রহ হতে অনুসন্ধান কর এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ কর, যাতে তোমরা সফল হতে পার।

And when the prayer has been concluded, disperse within the land and seek from the bounty of Allāh, and remember Allāh often that you may succeed.

সূরা আল-জুমু'আ এর ১০ নম্বর আয়াতের বিস্তারিত

অতঃপর নামায সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান কর[১] ও আল্লাহকে অধিকরূপে স্মরণ কর; যাতে তোমরা সফলকাম হও।

[১] এর অর্থ বৈষয়িক কাজ-কর্ম ও ব্যবসা-বাণিজ্য। অর্থাৎ, জুমআর নামায শেষ করার পর তোমরা পুনরায় নিজ নিজ কাজে-কামে এবং দুনিয়ার ব্যস্ততায় লেগে যাও। এ থেকে উদ্দেশ্য হল এই ব্যাপারটা পরিষ্কার করে দেওয়া যে, জুমআর দিন কাজ-কর্ম বন্ধ রাখা জরুরী নয়। কেবল নামাযের জন্য তা বন্ধ রাখা জরুরী।

~ তাফসীর আহসানুল বায়ান

রেফারেন্স | সূরা আল-জুমু'আ ৬২:১০

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)