মদীনায় মৃত্যুতে রাসূল ﷺ সুপারিশ করবেন | জামে' আত তিরমিজী ৩৯১৭ | Jami-at-Tirmidhi 3917

মদীনায় মৃত্যুতে রাসূল ﷺ সুপারিশ করবেন | জামে' আত তিরমিজী ৩৯১৭ | Jami-at-Tirmidhi 3917

হাদিসটি সম্পর্কে | জামে' আত তিরমিজী ৩৯১৭

বিষয় মদীনায় মৃত্যুতে রাসূল ﷺ সুপারিশ করবেন
হাদিস গ্রন্থ জামে' আত তিরমিজী
হাদিসের মান হাসান (Hasan)
পরিচ্ছেদ The Virtue Of Al-Madinah
হাদিস নম্বর ৩৯১৭
জামে' আত তিরমিজী ৩৯১৭ নম্বর হাদিসের বিস্তারিতঃ ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ মদীনাতে মৃত্যুবরণ করতে সক্ষম হলে সে যেন সেখানেই মৃত্যুবরণ করে। কারণ যে ব্যক্তি সেখানে মৃত্যুবরণ করবে আমি তার জন্য সুপারিশ করব।

Narrated Ibn 'Umar: that the Prophet (ﷺ) said: "Whoever is able to die in Al-Madinah, then let him die there, for I will intercede for those who die there."

রেফারেন্স | জামে' আত তিরমিজী ৩৯১৭

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)