জিহ্বা ও লজ্জাস্থানের সংযম জান্নাতের যামিন | জামে' আত তিরমিজী ২৪০৮ | Jami-at-Tirmidhi 2408
হাদিসটি সম্পর্কে | জামে' আত তিরমিজী ২৪০৮
বিষয় | জিহ্বা ও লজ্জাস্থানের সংযম জান্নাতের যামিন |
হাদিস গ্রন্থ | জামে' আত তিরমিজী |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | What Has Been Related About Protecting The Tongue |
হাদিস নম্বর | ২৪০৮ |
জামে' আত তিরমিজী ২৪০৮ নম্বর হাদিসের বিস্তারিতঃ সাহল ইবনু সা’দ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি তার দুই ঠোটের মাঝখানের বস্তু (জিহ্বা) ও দুই পায়ের মাঝখানের বস্তুর (লজ্জাস্থানের) যামিন হতে পারে (অপব্যবহার হতে সংযত রাখবে), আমি তার জন্য জান্নাতের যামিন হবো।Sahl bin Sa'd narrated that the Messenger of Allah (s.a.w) said: "Whoever guarantees for me what is between his jaws and what is between his legs, I shall guarantee Paradise for him."
রেফারেন্স | জামে' আত তিরমিজী ২৪০৮
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)