জিহ্বা ও লজ্জাস্থানের সংযম জান্নাতের যামিন | জামে' আত তিরমিজী ২৪০৮ | Jami-at-Tirmidhi 2408

জিহ্বা ও লজ্জাস্থানের সংযম জান্নাতের যামিন | জামে' আত তিরমিজী ২৪০৮ | Jami-at-Tirmidhi 2408

হাদিসটি সম্পর্কে | জামে' আত তিরমিজী ২৪০৮

বিষয় জিহ্বা ও লজ্জাস্থানের সংযম জান্নাতের যামিন
হাদিস গ্রন্থ জামে' আত তিরমিজী
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ What Has Been Related About Protecting The Tongue
হাদিস নম্বর ২৪০৮
জামে' আত তিরমিজী ২৪০৮ নম্বর হাদিসের বিস্তারিতঃ সাহল ইবনু সা’দ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি তার দুই ঠোটের মাঝখানের বস্তু (জিহ্বা) ও দুই পায়ের মাঝখানের বস্তুর (লজ্জাস্থানের) যামিন হতে পারে (অপব্যবহার হতে সংযত রাখবে), আমি তার জন্য জান্নাতের যামিন হবো।

Sahl bin Sa'd narrated that the Messenger of Allah (s.a.w) said: "Whoever guarantees for me what is between his jaws and what is between his legs, I shall guarantee Paradise for him."

রেফারেন্স | জামে' আত তিরমিজী ২৪০৮

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)