জান্নাত প্রার্থনা এবং জাহান্নাম থেকে আশ্রয় | সুনান ইবনু মাজাহ ৯১০ | Sunan-ibn-Majah 910
হাদিসটি সম্পর্কে | সুনান ইবনু মাজাহ ৯১০
বিষয় | জান্নাত প্রার্থনা এবং জাহান্নাম থেকে আশ্রয় |
হাদিস গ্রন্থ | সুনান ইবনু মাজাহ |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | What is to be said during the Tashah-hud and sending Salat upon the Prophet (ﷺ) |
হাদিস নম্বর | ৯১০ |
সুনান ইবনু মাজাহ ৯১০ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যাক্তিকে জিজ্ঞেস করলেনঃ তুমি সালাতে কী পড়ো? সে বললো, আমি তাশাহ্হুদ পড়ার পর আল্লাহ্র নিকটে জান্নাত প্রার্থনা করি এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই। তবে আল্লাহ্র শপথ! আপনার ও মুআযের নীরব দুআ কতই না উত্তম। তিনি বলেনঃ আমরা নীরবে জান্নাতের পরিবেশ লাভের দুআ করি।It was narrated that Abu Hurairah said: “The Messenger of Allah (ﷺ) said to a man: ‘What do you say during your Salat?’ He said: ‘The Tashah-hud, then I ask Allah for Paradise, and I seek refuge with Him from Hell, but I do not understand what you and Mu’adh murmur (during Salat). He said: ‘Our murmuring revolves around the same things.’”
রেফারেন্স | সুনান ইবনু মাজাহ ৯১০
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)