যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে | সূরা আল-কাহফ ১৮:১০৭ | Surah Al-Kahf 18:107
আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আল-কাহফ ১৮:১০৭
বিষয় | যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে |
সূরার নাম ও নম্বর | সূরা আল-কাহফ (১৮) |
সূরার ধরণ | মাক্কী সূরা |
আয়াত নম্বর | ১০৭ |
রুকু ক্রম | ২৬৩ |
পারা বিস্তৃতি | ১৬ |
মোট আয়াত সংখ্যা | ১১০ টি |
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ كَانَتْ لَهُمْ جَنَّـٰتُ ٱلْفِرْدَوْسِ نُزُلًاনিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস।Indeed, those who have believed and done righteous deeds - they will have the Gardens of Paradise1 as a lodging,
সূরা আল-কাহফ এর ১০৭ নম্বর আয়াতের বিস্তারিত
নিশ্চয় যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের অভ্যর্থনার জন্য আছে ফিরদাউস বেহেশ্ত।[১]
[১] ফিরদাউস জান্নাতের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন স্থানকে বলা হয়। নবী (সাঃ) বলেছেন, যখন তোমাদের কেউ জান্নাত প্রার্থনা করবে তখন জান্নাতুল ফিরদাউস প্রার্থনা কর। কারণ ওটা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ অংশ, যেখান হতে জান্নাতের নহর (নদী)সমূহ প্রবাহিত হয়। (বুখারী, তাওহীদ অধ্যায়)
~ তাফসীর আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আল-কাহফ ১৮:১০৭
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)