নবী (সা.) এর ওপর সালাম পাঠানো | সুনান আন-নাসায়ী ১২৮২ | Sunan-An-Nasai 1282

নবী (সা.) এর ওপর সালাম পাঠানো | সুনান আন-নাসায়ী ১২৮২ | Sunan-An-Nasai 1282

হাদিসটি সম্পর্কে | সুনান আন-নাসায়ী ১২৮২

বিষয় নবী (সা.) এর ওপর সালাম পাঠানো
হাদিস গ্রন্থ সুনান আন-নাসায়ী
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ Sending salams upon the Prophet (ﷺ)
হাদিস নম্বর ১২৮২
সুনান আন-নাসায়ী ১২৮২ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবদুল ওয়াহহাব ইবনু আবদুল হাকাম আল ওয়াররক ও মাহমূদ ইবনু গয়লান (রহ.) ..... আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: আল্লাহ তা’আলার কতক মালায়িকাহ (ফেরেশতাগণ) এমনও রয়েছেন, যারা পৃথিবীতে বিচরণ করে বেড়ায়, তাঁরা আমার উম্মাতের সালাম আমার কাছে পৌছিয়ে থাকেন।

It was narrated that Abdullah said: "The Messenger of Allah (ﷺ) said: 'Allah (SWT) has angels who travel around on Earth conveying to me the Salams of my Ummah.'"

রেফারেন্স | সুনান আন-নাসায়ী ১২৮২

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)