বিপদে ধৈর্যধারণ | সুনান ইবনু মাজাহ ৪০৩২ | Sunan-ibn-Majah 4032
হাদিসটি সম্পর্কে | সুনান ইবনু মাজাহ ৪০৩২
বিষয় | বিপদে ধৈর্যধারণ |
হাদিস গ্রন্থ | সুনান ইবনু মাজাহ |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | Patience at the time of calamity |
হাদিস নম্বর | ৪০৩২ |
সুনান ইবনু মাজাহ ৪০৩২ নম্বর হাদিসের বিস্তারিতঃ ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে মুমিন ব্যক্তি মানুষের সাথে মেলামেশা করে এবং তাদের জ্বালাতনে ধৈর্যধারণ করে সে এমন মুমিন ব্যক্তির তুলনায় অধিক সওয়াবের অধিকারী হয়, যে জনগণের সাথে মেলামেশা করে না এবং তাদের জ্বালাতনে ধৈর্য ধারণ করে না।It was narrated from Ibn ‘Umar that the Messenger of Allah (ﷺ) said: “The believer who mixes with people and bears their annoyance with patience will have a greater reward than the believer who does not mix with people and does not put up with their annoyance.”
রেফারেন্স | সুনান ইবনু মাজাহ ৪০৩২
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)