ধন-সম্পদের পরীক্ষা | সহীহ বুখারী ৬৪৩৫ | Sahih-Al-Bukhari 6435
হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ৬৪৩৫
বিষয় | ধন-সম্পদের পরীক্ষা |
হাদিস গ্রন্থ | সহীহ বুখারী |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | The Fitnah of wealth should be warded off |
হাদিস নম্বর | ৬৪৩৫ |
সহীহ বুখারী ৬৪৩৫ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দ্বীনার, দিরহাম, রেশমী চাদর, পশমী কাপড়ের দাসরা ধ্বংস হোক। ওদের এসব দেয়া হলে খুশি থাকে আর দেয়া না হলে নাখোশ হয়।Narrated Abu Huraira:
The Prophet (ﷺ) said, "Perish the slave of Dinar, Dirham, Qatifa (thick soft cloth), and Khamisa (a garment), for if he is given, he is pleased; otherwise he is dissatisfied."
রেফারেন্স | সহীহ বুখারী ৬৪৩৫
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)