সে ব্যক্তি উত্তম, যে নিজে কুরআন শিখে এবং অন্যকে শিখায় | সহীহ বুখারী ৫০২৭ | Sahih-Al-Bukhari 5027

সে ব্যক্তি উত্তম, যে নিজে কুরআন শিখে এবং অন্যকে শিখায় | সহীহ বুখারী ৫০২৭ | Sahih-Al-Bukhari 5027

হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ৫০২৭

বিষয় সে ব্যক্তি উত্তম, যে নিজে কুরআন শিখে এবং অন্যকে শিখায়
হাদিস গ্রন্থ সহীহ বুখারী
হাদিসের মান সহিহ (Sahih)
পরিচ্ছেদ The best among you are those who learn the Qur'an and teach it
হাদিস নম্বর ৫০২৭
সহীহ বুখারী ৫০২৭ নম্বর হাদিসের বিস্তারিতঃ ’উসমান (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেন, তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সবচেয়ে উত্তম যে কুরআন শিখে এবং অন্যকে শিখায়।

Narrated `Uthman:

The Prophet (ﷺ) said, "The best among you (Muslims) are those who learn the Qur'an and teach it."

রেফারেন্স | সহীহ বুখারী ৫০২৭

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)