যখন কোন বান্দা ব্যভিচারে লিপ্ত হয় | মিশকাতুল মাসাবীহ ৬০ | Mishkat-al-Masabih 60
হাদিসটি সম্পর্কে | মিশকাতুল মাসাবীহ ৬০
বিষয় | যখন কোন বান্দা ব্যভিচারে লিপ্ত হয় |
হাদিস গ্রন্থ | মিশকাতুল মাসাবীহ |
হাদিসের মান | Isnād Sahīh |
পরিচ্ছেদ | Major Sins and the Signs of Hypocrisy - Section 2 |
হাদিস নম্বর | ৬০ |
মিশকাতুল মাসাবীহ ৬০ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন কোন বান্দা ব্যভিচারে লিপ্ত হয় তখন তার থেকে (অন্তর থেকে) ঈমান বেরিয়ে যায় এবং তা তার মাথার উপর ছায়ার ন্যায় অবস্থিত থাকে। অতঃপর যখন সে এ অসৎকাজ থেকে বিরত হয় তখন ঈমান তার নিকট প্রত্যাবর্তন করে।Abu Huraira reported that God's messenger said, “When a servant of God commits fornication faith departs from him and there is something like an awning over his head; but when he quits that action faith returns to him.” Tirmidhi and Abu Dawud transmitted it.
রেফারেন্স | মিশকাতুল মাসাবীহ ৬০
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)