তখন প্রত্যেক ব্যক্তিই জানবে সে কি নিয়ে এসেছে | সূরা আত-তাকভীর ৮১:১৪ | Surah At-Takwir 81:14

তখন প্রত্যেক ব্যক্তিই জানবে সে কি নিয়ে এসেছে | সূরা আত-তাকভীর ৮১:১৪ | Surah At-Takwir 81:14

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আত-তাকভীর ৮১:১৪

বিষয় তখন প্রত্যেক ব্যক্তিই জানবে সে কি নিয়ে এসেছে
সূরার নাম ও নম্বর সূরা আত-তাকভীর (৮১)
সূরার ধরণ মাক্কী সূরা
আয়াত নম্বর ১৪
রুকু ক্রম ৫২৫
পারা বিস্তৃতি ৩০
মোট আয়াত সংখ্যা ২৯ টি
عَلِمَتْ نَفْسٌ مَّآ أَحْضَرَتْ

তখন প্রত্যেক ব্যক্তিই জানতে পারবে সে কী উপস্থিত করেছে!

A soul will [then] know what it has brought [with it].1

সূরা আত-তাকভীর এর ১৪ নম্বর আয়াতের বিস্তারিত

তখন প্রত্যেক ব্যক্তিই জানবে, সে কি নিয়ে উপস্থিত হয়েছে।[১]

[১] এটা হল জওয়াবী বাক্য। অর্থাৎ, যখন উল্লিখিত বিষয়সমূহ প্রকাশ পাবে। তার মধ্যে ছয়টি বিষয় দুনিয়ার সাথে সম্পৃক্ত এবং অন্য ছয়টি আখেরাতের সাথে সম্পৃক্ত। তখন প্রত্যেকের সামনে তার প্রকৃতত্ব এসে যাবে।

~ তাফসীর আহসানুল বায়ান

রেফারেন্স | সূরা আত-তাকভীর ৮১:১৪

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)