তখন প্রত্যেক ব্যক্তিই জানবে সে কি নিয়ে এসেছে | সূরা আত-তাকভীর ৮১:১৪ | Surah At-Takwir 81:14
আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আত-তাকভীর ৮১:১৪
বিষয় | তখন প্রত্যেক ব্যক্তিই জানবে সে কি নিয়ে এসেছে |
সূরার নাম ও নম্বর | সূরা আত-তাকভীর (৮১) |
সূরার ধরণ | মাক্কী সূরা |
আয়াত নম্বর | ১৪ |
রুকু ক্রম | ৫২৫ |
পারা বিস্তৃতি | ৩০ |
মোট আয়াত সংখ্যা | ২৯ টি |
عَلِمَتْ نَفْسٌ مَّآ أَحْضَرَتْতখন প্রত্যেক ব্যক্তিই জানতে পারবে সে কী উপস্থিত করেছে!A soul will [then] know what it has brought [with it].1
সূরা আত-তাকভীর এর ১৪ নম্বর আয়াতের বিস্তারিত
তখন প্রত্যেক ব্যক্তিই জানবে, সে কি নিয়ে উপস্থিত হয়েছে।[১]
[১] এটা হল জওয়াবী বাক্য। অর্থাৎ, যখন উল্লিখিত বিষয়সমূহ প্রকাশ পাবে। তার মধ্যে ছয়টি বিষয় দুনিয়ার সাথে সম্পৃক্ত এবং অন্য ছয়টি আখেরাতের সাথে সম্পৃক্ত। তখন প্রত্যেকের সামনে তার প্রকৃতত্ব এসে যাবে।
~ তাফসীর আহসানুল বায়ানরেফারেন্স | সূরা আত-তাকভীর ৮১:১৪
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)