নিশ্চয় আল্লাহ মুত্তাকীদেরকে ভালবাসেন | সূরা আলে-ইমরান ৩:৭৬ | Surah Ali 'Imran 3:76

নিশ্চয় আল্লাহ মুত্তাকীদেরকে ভালবাসেন | সূরা আলে-ইমরান ৩:৭৬ | Surah Ali 'Imran 3:76

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আলে-ইমরান ৩:৭৬

বিষয় নিশ্চয় আল্লাহ মুত্তাকীদেরকে ভালবাসেন
সূরার নাম ও নম্বর সূরা আলে-ইমরান (৩)
সূরার ধরণ মাদানী সূরা
আয়াত নম্বর ৭৬
রুকু ক্রম ৪৯
পারা বিস্তৃতি
মোট আয়াত সংখ্যা ২০০ টি
بَلَىٰ مَنْ أَوْفَىٰ بِعَهْدِهِۦ وَٱتَّقَىٰ فَإِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُتَّقِينَ

হ্যাঁ, অবশ্যই যে নিজ প্রতিশ্রুতি পূর্ণ করে এবং তাকওয়া অবলম্বন করে, তবে নিশ্চয় আল্লাহ মুত্তাকীদেরকে ভালবাসেন।

But yes, whoever fulfills his commitment and fears Allāh - then indeed, Allāh loves those who fear Him.

সূরা আলে-ইমরান এর ৭৬ নম্বর আয়াতের বিস্তারিত

অবশ্যই যে তার অঙ্গীকার পালন করে এবং সংযত হয়ে চলে, নিশ্চয় আল্লাহ সংযমীদেরকে ভালবাসেন। [১]

[১] 'অঙ্গীকার পালন করা'র অর্থ হল, সেই অঙ্গীকার রক্ষা করা যা আহলে-কিতাব (ইয়াহুদী ও খ্রিষ্টান) এবং প্রত্যেক নবীর মাধ্যমে তাঁদের নিজ নিজ উম্মতের কাছ থেকে নবী করীম (সাঃ)-এর উপর ঈমান আনার ব্যাপারে নেওয়া হয়েছে। আর 'সংযত হয়ে চলা' (বা আল্লাহভীরুতা অবলম্বন করা)র অর্থ হল, মহান আল্লাহ কর্তৃক হারামকৃত জিনিস থেকে দূরে থাকা এবং রাসূলে করীম (সাঃ) কর্তৃক নির্দেশিত সমস্ত বিষয়ের উপর আমল করা। যারা এ রকম করে, তারা অবশ্যই আল্লাহর পাকড়াও থেকে রক্ষা পাবে এবং তাঁর প্রিয় বান্দা বলেও গণ্য হবে।

~ তাফসীর আহসানুল বায়ান

রেফারেন্স | সূরা আলে-ইমরান ৩:৭৬

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)