তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন, যা সে জানত না | সূরা আল-আলাক ৯৬:৪-৫ | Surah Al-'Alaq 96:4-5

তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন, যা সে জানত না | সূরা আল-আলাক ৯৬:৪-৫ | Surah Al-'Alaq 96:4-5

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আল-আলাক ৯৬:৪-৫

বিষয় তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন, যা সে জানত না
সূরার নাম ও নম্বর সূরা আল-আলাক (৯৬)
সূরার ধরণ মাক্কী সূরা
আয়াত নম্বর ৪-৫
রুকু ক্রম ৫৪০
পারা বিস্তৃতি ৩০
মোট আয়াত সংখ্যা ১৯ টি
ٱلَّذِى عَلَّمَ بِٱلْقَلَمِ

যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন।

Who taught by the pen

عَلَّمَ ٱلْإِنسَـٰنَ مَا لَمْ يَعْلَمْ

তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন, যা সে জানত না।

Taught man that which he knew not.

সূরা আল-আলাক এর ৪-৫ নম্বর আয়াতের বিস্তারিত

যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। [১]

[১] قَلم অর্থ হল কাটা, চাঁছা বা ছিলা। পূর্ব যুগে লোকেরা কেটে বা চেঁছে কলম তৈরী করত। এই জন্য লেখার যন্ত্রকে কলম বলা হয়। কিছু ইলম (জ্ঞান) তো মানুষের স্মৃতিতে থাকে, কিছু আবার জিহবা দ্বারা প্রকাশ করা হয়, আর কিছু ইলম মানুষ কলম দ্বারা কাগজে লিখে হিফাযত করে থাকে। মস্তিষ্ক ও স্মৃতিতে যা থাকে তা মানুষের সাথে চলে যায়। জিহ্বা দ্বারা যা প্রকাশ করা হয়, তাও সংরক্ষিত

তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।

~ তাফসীর আহসানুল বায়ান ~ তাফসীর আহসানুল বায়ান

রেফারেন্স | সূরা আল-আলাক ৯৬:৪-৫

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)