পাঁচ প্রকার মৃত শহীদ | সহীহ বুখারী ২৮২৯ | Sahih-Al-Bukhari 2829
হাদিসটি সম্পর্কে | সহীহ বুখারী ২৮২৯
বিষয় | পাঁচ প্রকার মৃত শহীদ |
হাদিস গ্রন্থ | সহীহ বুখারী |
হাদিসের মান | সহিহ (Sahih) |
পরিচ্ছেদ | There are seven martyrs other than killed in Jihad |
হাদিস নম্বর | ২৮২৯ |
সহীহ বুখারী ২৮২৯ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত। আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, পাঁচ প্রকার মৃত শহীদঃ মহামারীতে মৃত, পেটের পীড়ায় মৃত, পানিতে ডুবে মৃত, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত এবং যে আল্লাহর পথে শহীদ হলো।Narrated Abu Huraira: Allah's Messenger (ﷺ) said, "Five are regarded as martyrs: They are those who die because of plague, Abdominal disease, drowning or a falling building etc., and the martyrs in Allah's Cause."
রেফারেন্স | সহীহ বুখারী ২৮২৯
কোনো ভুল পেলে রিপোর্ট করুন!
ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)